বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post
সাগরে মাছ ধরতে গিয়ে 

ভোলার ১৬ জেলে ৭ দিন ধরে নিখোঁজ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার ১৬ জেলে ৭ দিন ধরে নিখোঁজ 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফিসিং বোটসহ ১৬ জেলে। গত ২৬ জুন রহমান বদ্দার ও আবুল বদ্দার নামক দুই সহোদর ইঞ্জিনচালিত ৩টি বোট নিয়ে গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যায়। 

পরদিন ২৭ জুন  ভোরে প্রচন্ড ঝড়ের কবলে পড়েন। ওই সময় আবুল বদ্দার ও মাঝি মাল্লারা ২টি বোটসহ ফিরে আসতে পাড়লেও নিখোঁজ হন রহমান বদ্দারসহ ১৬ জেলে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিংবা স্বজনকে হারিয়ে তারা দিশেহারা। এদিকে আবুল বদ্দার ২টি ট্রলার নিয়ে গত শনিবার হারানোদের খুঁজতে সাগরে যাত্রা শুরু করছে বলে তার পরিবার সূত্রে জানা যায়। 

গংগাপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের মেম্বার, মৎস্য আড়ৎদার কালাম বদ্দার এবং নিখোঁজ রহমান বদ্দারের বাবা দেলোয়ার হোসেন জানান, ২৬ জুন তার ছেলে  ১৬ জন মাঝি মাল্লা নিয়ে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। অপর ছেলে আবুল বদ্দার একই উপজেলার স্বামরাজ ঘাট থেকে ২ ট্রলার নিয়ে সাগরে যায়। 

পরদিন ২৭ জুন সাগড়ে প্রচণ্ড ঝড় উঠে। আবুল বদ্দার তার মাঝি মাল্লা নিয়ে এলাকায় আসলেও রহমানসহ ১৬ জেলে ৭ দিন চলে গেলে ও এখনো ফিরেনি। পরিবারের ধারণা ঝড়ের কবলে পড়ে তারা দুর্ঘটনার শিকার হন। 

নিখোঁজ ট্রলারের জেলেদের মধ্যে রয়েছে গংগাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার বদ্দারের ছেলে বোটমালিক রহমান বদ্দার, ৯নং ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে মাঝি  আব্বাস, তার খালু চুন্নু, মামা হাসান, সিদ্দিক তালুকদারের ছেলে নেছার, ৮নং ওয়ার্ডের ইউছুব মাতাব্বরের ছেলে আকতার, ইয়াকুব মাঝির ছেলে আলামিন, রহিমের ছেলে ইলিয়াস, রহিম হাওলাদারের ছেলে নজু, শাহাজানের ছেলে কবির, তাজল মাতাব্বরের ছেলে মুন্না, ইসলাম ডাক্তারের ছেলে কুট্টি, সাদেকের ছেলে ইসমাইল, হাবু, ইলিয়াস, আজগর আলী। আজগর আলী কাচিয়া ইউনিয়নের হলেও অন্যরা গংগাপুর ইউনিয়নের বাসিন্দা। 

গত শনিবার গংগাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রহমান বদ্দারের ঘরে গিয়ে দেখা যায়, তার বাবা দেলোয়ার বদ্দার হাউমাউ করে কাঁদছে। নাতি শামীম (১০) আর হামিম (৫) এবং নাতনিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি জানান, সাগরে যাওয়ার আগে তার সাথে কথা হয়েছিল ঈদের পরদিন বাড়িতে আসছে। সাধারণত ৩ থেকে ৪ দিন বোট সমুদ্রে থাকে। ৭দিন চলে গেলেও আমার ছেলে আসছে না। আল্লা আমাকে রেখে কেন ছেলেকে নিয়ে গেল ?

আকতারের বাবা ইউছুব বলেন,ওখানে এই স্বাভাবিক, এই ভয়ঙ্কর। সমুদ্রে ঝড় উঠলে বাঁচার একমাত্র উপায় আল্লাহ।

নিখোঁজ তাজল মাতাব্বরের ছেলে সাকিলের বাড়িতে গিয়ে কথা হয় তার বড় ভাই রাসেদের সাথে। রাসেদ জানায়, আমার সাথে সর্বশেষ ২৭ তারিখে ফোনে কথা হয়। ঈদের পরদিন আসার কথা ছিল। পরিবারের সবার ছোট। এখনও বিয়ে করেনি। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জামাল হোসেন জানান, এ সম্পর্কিত কোন তথ্য আমার জানা নেই। 

গংগাপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, বিষয়টি দুঃখজনক। নিখোঁজ জেলে পরিবারের জন্য আমার সামর্থ অনুসারে সহযোগিতা প্রদান করব।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, নিখোঁজদের পরিবারের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে ঘটনার খোঁজ খবর নিচ্ছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল বলেন,”এ বিষয়ে কেউ রিপোর্ট কিংবা অভিযোগ দেয়নি। কোন তথ্যও নেই।

টিএইচ